ডায়াল সিলেট ডেস্কঃ-

রাজনৈতিক উত্তাপে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিকালে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসছেন ।

বিএনপির বৈঠকটি  বিকাল তিনটায় থাকলেও সময় পরিবর্ত।ন হয়েছে।  রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটি‌উশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পূননির্ধারিত করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সকালে বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে। ওনারা তিনটার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকাল তিনটায় নির্ধারিত বৈঠকটি পূননির্ধারিত করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে ৭টায়।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *