ডায়াল সিলেট ডেস্কঃ-
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সিসিএস প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ। শনিবার (৩১ আগস্ট) ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সিলেট জেলা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সিসিএস সিলেট জেলার কো-অর্ডিনেটর জনাব ইমদাদুল হক জীবন নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নবনিযুক্ত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জেলা পর্যায়ে ভোক্তা অধিকার রক্ষায় চলমান কার্যক্রম তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক জনাব সারোয়ার আলম বলেন, “দুর্নীতি ও ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসন। সিলেটে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।”
তিনি সিসিএস-এর কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সিসিএসকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও বাজার তদারকিতে সিসিএসের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন।
সিসিএসের পক্ষ থেকে জানানো হয়, সংস্থাটি সবসময়ই ভোক্তাদের অধিকার রক্ষা, বাজার তদারকি, জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিসিএস-এর সিনিয়র সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুস ছবুর,আমিনুল ইসলাম,তৌফিক ইলাহী,জুনাইদূর রহমান প্রমুখ।