ডায়াল সিলেট ডেস্ক:-

সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি, হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে শিবিরের নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের কর্মসূচি সফল করার পাশাপাশি নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *