সিলেট ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৯ অক্টোবর২০২০ইং) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তাদের চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!
এতে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।
এর আগে সিলেট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

