প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের আলোচিত নেতা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ মো. সালেহী এই রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অর্থপাচার আইনের মামলায় সাতদিনের রিমান্ড শেষে গত রবিবার ঢাকার কারাগারে পাঠানো হয় মিজানকে।
গত ১১ অক্টোবর সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থেকে আটক করে পাগলা মিজানকে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ওইদিনই বিকালে মিজানকে নিয়ে ঢাকার লালমাটিয়ায় তার অফিস ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযানে তার অফিসে কিছু পাওয়া না গেলেও বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক ও এক কোটি টাকার এফডিআর জব্দ করা হয়।
পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গলে একটি ও অর্থ উদ্ধারের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় অর্থপাচার আইনে আরেকটি মামলা করা হয়। ১২ অক্টোবর অর্থপাচারের মামলায় আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় মিজান ও তার ভাই চার্জশিটভুক্ত আসামি। তিনি ও তার ভাই ফ্রিডম পার্টি করতেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech