ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিশুর নাম হাকিম মিয়া (৭)। সে প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। মৃত হাকিম মিয়া বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের লেদন মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, গত রবিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে হাকিম মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তারা চারদিকে খোঁজাখুজি শুরু করেন। এরপর তাঁরা এলাকায় মাইকিং ও করেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
সকাল সাড়ে ছয়টায় পরিবারের এক সদস্য পুকুরপাড়ে গেলে ভাসমান লাশ দেখতে পান। পরে সেখান হতে লাশটি উদ্ধার করা হয়।
হাকিম মিয়ার বাবা লেদন মিয়া বলেন, ‘আমার ছেলে প্রতিবন্ধী হওয়ায় একটু মাথায় সমস্যা ছিল। যখন যা ইচ্ছে তাই করতো । সে আগেও এখানে সেখানে গিয়ে বসে থাকতো। পরে বাড়ির অন্যরা গিয়ে খুঁজে আনতে হতো।’
বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

