ডায়াল সিলেট ডেস্ক :: ভারতের মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির বার্তা! প্রেরকের দাবি, ৩৪টি গাড়িতে ‘৪০০ কেজি আরডিএক্স’ বহনকারী ৩৪ জন ‘মানব বোমা’ ছড়িয়ে রয়েছে শহরজুড়ে। সেই বিস্ফোরণ কাঁপিয়ে দেবে বাণিজ্যনগরী মুম্বাইকে।

 

শুক্রবার হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ আসার পরই উদ্বেগ ছড়িয়ে পড়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে। হুমকিটি এসেছে ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে।

 

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের হেল্পলাইনে অজানা নম্বর থেকে এই ধরনের হুমকিমূলক বার্তা আসে। তাতে বলা হয়েছে, ৩৪ জন মানব বোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে রয়েছে। এই কাজে ৩৪টি গাড়ি ব্যবহার করা হয়েছে। পুলিশের ধারণা, এই বিস্ফোরণে এক কোটিরও বেশি মানুষ মুহূর্তে প্রাণ হারাতে পারে।

 

তিনি আরও জানান, মুম্বাই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হুমকির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

যদিও ওই কর্মকর্তার অভিমত, অনেক সময় এই ধরনের হুমকি আসে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এমন ব্যক্তি বা মদ্যপ অবস্থায় থাকা কারও কাছ থেকে। তবু, পুলিশ প্রতিবারই এ ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে এবং নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে।

 

তিনি বলেন, যদি কোনো নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা হয়ে থাকে, আমরা সেই স্থান খালি করি এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড দিয়ে পরীক্ষা চালাই।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *