ডায়াল সিলেট ডেস্ক :: বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর হাজেরা নজরুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
কথাসাহিত্যিক প্রফেসর হাজেরা নজরুল ১৯৪২ সালের ২০ নভেম্বর রাজবাড়ীতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পরে পরিবারসহ রাজধানীর শান্তিনগরে স্থায়ীভাবে বসবাস করেন তিনি। ছিলেন একজন রত্নগর্ভা মা। তার তিন ছেলে ও একমাত্র কন্যাও জ্ঞানে গৌরবে সুপরিচিত। ছেলেরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত এবং মেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক।
বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের সহধর্মিনী হাজেরা নজরুল নিজেও একজন মুক্তিযোদ্ধা। কর্মজীবনে দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ পদে। বিশেষ করে সরকারি বদরুন্নেসা কলেজ ও বাংলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেছেন। ছিলেন সরকারের যুগ্মসচিব পদেও।
কথাসাহিত্যিক ও নাট্যকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে আরও উজ্জল করে গেছেন হাজেরা নজরুল।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। এর মধ্যে উল্লেখযোগ্য- সমুদ্র বাসর, জোনাকির আলো, নির্বাচিত গল্প, নির্বাচিত নজরুল, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা দম্পতি, শরবিদ্ধ শিশির অন্যতম। সোমবার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা নামাজ শেষে আজিমপুরে কবরস্থানে তাকে দাফন করা হয়। এই মহিয়সী নারীর জন্য সবার দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।