Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: ডাকসুর সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতেই ভোট হবে। যত বাধা বা ষড়যন্ত্রই হোক, এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।
সোমবার বিকালে কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।
বিএনপির বর্ষীয়ান এই রাজনীতিবিদ আরও বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।
