সিলেটে পুলিশের হেফাজতে রায়হান খুনের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই সিলেটের আদালতে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মুহিদুল ইসলাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে টিটুকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এতে শুনানী শেষে আদালতের মহামান্য বিচারক জিয়াদুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাময়িক বরখাস্থ হলেও এতোদিন টিটু চন্দ্র দাস সিলেট পুলিশ লাইনন্সে ছিলো। গ্রেপ্তারের পর পুলিশ তাকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
উল্লেখ্য গত, সোমবার (১২ই অক্টোবর ২০২০ইং) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপরই মহানগর পুলিশের একটি তদন্ত দল সার্বিক বিষয় তদন্ত করে। এ ঘটনায় পরে ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয় এবং আরও তিনজনকেও প্রত্যাহার করা হয়।

