মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই ব্রীজের নিচ থেকে বিপুল পরিমান ভারতীয় মদ ও আতশবাজি আটক করেছে থানা পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার রাত প্রায় ১০টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ’র তথ্য মতে সহকারি পুলিশ সুপার( মাধবপুর সার্কেল)’র নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে তল্লাশী চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝিসহ ৪/৫ জন চোরাকারবারি পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ পিপিএম বিপিএম তথ্য মতে অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মদ ও আতশবাজি উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে কুখ্যাত মাদক স¤্রাট কাউসারের। তার সহযোগি একই গ্রামের নৌকার মাঝি আপন মিয়াসহ অজ্ঞাত ৪/৫ নৌকায় করে ভারতীয় মদ ও আতশবাজি একটি চালান মাধবপুরে নিয়ে আসছিল।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

