ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের দিরাইয়ে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় স্থানীয় বালু-পাথর ব্যবসায়ী শাহনুর মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন। তিনি দিরাই পৌরসভার হারানপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিরাই থানা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা শাহনুর মিয়াকে রক্তাক্ত অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি সেখানে ভর্তিবস্থায় চিকিৎসাধীন আছেন।
হামলায় শাহনুর মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তিনটি গুরুতর ক্ষত তৈরি হয়।
জানা যায়, ঘটনার আগের দিন শ্রমিকদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শাহনুর মিয়া ও উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের অরবিন্দুর মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে দিরাই থানা রোডে শাহনুর মিয়াকে পেয়ে অরবিন্দুর নেতৃত্বে ১৫/২০ জনের সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় বাজারে আতঙ্ক বিরাজ করছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

