ডায়াল সিলেট ডেস্ক:-

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদোয়ান খান এ ফলাফল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. জয়নাল আবেদীন বাচ্চু ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুল জলিল জামাল ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল ৩৯২ ভোট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু ৪১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল মুক্তাদির মনু ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর গোপন ব্যলটে হওয়া এ নির্বাচনী কাউন্সিলে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *