৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ইয়াবাসহ আটক ২

কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টায় উপজেলার আল-হেলাল রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, কমলগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবুল হোসেন (২৩) ও একই গ্রামের হাসিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });