Thank you for reading this post, don't forget to subscribe!
ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান বাংলাদেশ’ বা ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’ নাম রাখা হতে পারে। বদলাতে পারে প্রতিষ্ঠান প্রধানের পদবি ও সংখ্যা। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে না থেকে নতুন সংস্থা দায়বদ্ধ থাকবে একটি স্বতন্ত্র কাউন্সিলের কাছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স কমিটি।
এসব জটিলতা সমাধানে ও পরিসংখ্যান ব্যবস্থা সংস্কারে গত এপ্রিলে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে নতুন টাস্কফোর্স গঠন করে সরকার।
সোমবার কমিটির প্রধান ড. হোসেন জিল্লুর রহমান জানান, বিবিএসের নতুন নাম হতে পারে ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’। তবে এটি স্বাধীন কমিশন হবে কি না সে সিদ্ধান্ত সরকারের।
এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন মূল বিষয় নয়, বরং বিবিএসের সব তথ্য-উপাত্ত স্বাধীন ও যথার্থভাবে দিতে পারছে কি না সেটাই মুখ্য। কাগজে-কলমে স্বাধীন হলেও অনেক প্রতিষ্ঠান সরকারের তাবেদারি ছাড়তে পারে না; বিবিএস যেন তেমন কিছু না হয় সে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।
