ডায়া্ল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!এবার অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) লকার দুটির সন্ধান পাওয়া যায়।
লকারের নম্বর দুটি হলো ৭৫১ ও ৭৫৩।
বুধবার (১৭ সেপ্টেম্বর) লকার দুটি জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এনবিআর সূত্র বলছে, কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়েছে।
এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছিল এনবিআর। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা চারটি লকার জব্দ করা হলো।
পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার লকার দুটিতে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর আছে। আরেকটিতে ৪৪ লাখ টাকা পাওয়া গেছে। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে।

