ডায়াল সিলেট ডেস্ক :: চলতি বছরের শেষের দিকে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা ও সামরিক বিষয়ে একাধিক চুক্তি সই করবে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর এসব চুক্তি হবে সিরিয়াকে অনেকটাই বদলে দেবে।

 

 

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ওয়াশিংটন গেছেন। গত ২৫ বছরেরও বেশি সময় পর সিরিয়ার কোন নেতার যুক্তরাষ্ট্রে এটাই প্রথম সফর।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি চুক্তি বছরের শেষ নাগাদ সই হতে পারে।

 

তিনি বলেন, এসব চুক্তি মূলত নিরাপত্তা ও সামরিক ইস্যুতে হবে। সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি সামরিক অভিযান ঠেকাতে চুক্তিতে জোর দেওয়া হবে।

 

 

গত বছরের ৮ ডিসেম্বর প্রাক্তন আইএস সংশ্লিষ্ট বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটালে যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়।

 

সিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পররাষ্ট্রমন্ত্রীর ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া।

 

শেষবার ১৯৯৯ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন। তখনকার পররাষ্ট্রমন্ত্রী ফারুক আল-শারা ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আলোচনা করেন।

 

এদিকে, আসাদের পতনের পর গত ডিসেম্বর থেকে ইসরায়েল গোলান মালভূমিতে সৈন্য মোতায়েন করে রেখেছে। সেই সঙ্গে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত বিমান হামলা চালিয়েছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *