ডায়াল সিলেট ডেস্ক:-

“সিলেটে বিভিন্ন স্থানে তীর-শিলং জুয়ার আসর বসে। আমি খোঁজ নিচ্ছি— কোন কোন স্পটে খেলা হয়, কারা এগুলো পরিচালনা করছেন। যারা পরিচালনা করছেন এবং যারা খেলছেন, তারা কাল থেকেই বন্ধ করে দিন। একবার আইনের আওতায় পড়লে বুঝবেন কত ধানে কত চাল।” মসজিদে জুমার নামাজের পর এক বক্তব্যে  সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এ সতর্কবার্তা দেন।

 তিনি আরও বলেন, “অবৈধ কাজ তো দূরের কথা, নিয়মের বাইরে কোনো কিছুই করা যাবে না। সিলেটের মাটিতে অনেক অলি-আউলিয়া শুয়ে আছেন, এ মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর কালিঘাট এলাকার হজরত শাহ নাসীরুদ্দীন জামে মসজিদে জুমার নামাজের পর এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেন, “অপরাধ যে করে এবং যে সহযোগিতা করে, উভয়েই সমানভাবে অপরাধী। সিলেট পুণ্যভূমি—এখানে কোনো অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না।”

এ সময় তিনি আবাসিক হোটেলের অনিয়মের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, “অনেক হোটেল লাইসেন্স ছাড়াই চলছে। আইনত লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। আগামী সপ্তাহে নোটিশ জারি করা হবে এবং রোববার একটি আদেশ দেওয়া হবে। এরপর যারাই ধরা পড়বেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *