ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মিজান করগাওঁ ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সুত্রে জানাযায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই জয়ন্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, নবীগঞ্জ থানা পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযানে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান সবসময় অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গ্রেফতারকৃত মিজান ঢাকা সিলেট মহাসড়কের গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *