ডায়াল সিলেট ডেস্ক:-

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের চার দিন পর অবশেষে মৃত্যুবরণ করলেন টেঁটাবিদ্ধ সরলা বেগম (৪৫)। তিনি জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে সরলা বেগমসহ অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরলা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, জাহানপুর গ্রামের গোলাপ মিয়া ও ফিরুজ মিয়া পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে শুরু হওয়া ঝগড়ায় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী,পুরুষ ও শিশুসহ ৩০ জন আহত ও ১০ জন টেঁটাবিদ্ধ হন।

এদিকে সরলা বেগমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন সরলা বেগমে এর মৃত্যুর খবর শুক্রবার দুপুর ২টার দিকে পাওয়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *