ডায়াল সিলেট ডেস্ক;-

সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারের দাবীতে আজ কুলাউড়া রেল জংশনে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাবেক এমপি ছাড়াও সকল শ্রেণী-পেশার কয়েক শত মানুষ অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।

অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেন কুলাউড়া রেল জংশনে অবরোধ করা হয়। এই ঘটনায় বাংলাদেশের রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আশ্বস্ত করেন, আগামী ১৫ দিনের মধ্যে তারা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে সিলেটবাসীর ন্যায্য দাবীর অগ্রগতি নিশ্চিত করবেন।

অবস্থান ধর্মঘটের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ ও যাত্রী ভোগান্তি বিবেচনা করে আপাতত অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়েছে।

কর্মসূচির আয়োজকরা জানান, নির্দিষ্ট সময়ে বৃহত্তর সিলেটের মানুষের ন্যায্য ৮ দফা দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সিলেট রুটের ট্রেন সেবা উন্নত ও নিরাপদভাবে পরিচালিত হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *