ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট নগরের ব্যস্ততম বিমানবন্দর সড়কে দেদারসে চলছে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম)। শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম হয়ে উঠেছে এসব যান। তবে ব্যস্ত সড়কে ইজিবাইকের নিয়ন্ত্রণহীন চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
দেখা গেছে, প্রাইভেট কারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইজিবাইক। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এসব বাহনে। আঁকাবাঁকা সড়কে কখনো বাস, সিএনজি অটোরিকশা, আবার কখনো হুট করে ইউটার্ন নেওয়া ইজিবাইক-সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার চিত্র প্রতিদিনই চোখে পড়ে। শুক্রবার রাতে শহরের লামাবাজার পয়েন্ট. জীতুমিয়া পয়েন্ট, তালতলা এলাকায় অনেক ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।
সিলেট নগরে অবৈধ ইঞ্জিনচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে নিয়মিত অভিযান চললেও অভিযান শেষ হলেই ফের আগের মতো সড়কে নামছে এসব যানবাহন।
বিশেষ করে নগরের বিমানবন্দর সড়ক, কোর্ট পয়েন্ট, আম্বরখানা, লামাবাজার, সুবিদবাজারসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অবাধে চলাচল করছে ইজিবাইক। এতে বাড়ছে যানজট ও দুর্ঘটনার শঙ্কা।
যাত্রীদের একাংশ জানান, সহজলভ্যতা ও কম ভাড়ার কারণে তাঁরা ইজিবাইকের ওপর নির্ভরশীল। তবে এই যানগুলো ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় তাঁরা প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, টেকসই সমাধানের জন্য শুধু অভিযান নয়, বিকল্প গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং কঠোর নজরদারি জরুরি। অন্যথায় সিলেট নগরের সড়কে বিশৃঙ্খলা ও ঝুঁকি বাড়তেই থাকবে।