ডায়াল সিলেট ডেস্ক :: নেপালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দেশটির জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া সুদান গুরুং। তিনি জানান, ইতোমধ্যে তারা দেশব্যাপী সমর্থকদের নিয়ে ‘মুভমেন্ট ফর চেঞ্জ’ আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন।

 

বিগত সরকার প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের রাজনীতিতে নামিয়েছে। এসময় তিনি ক্ষমতাচ্যুতদের স্বার্থপর ও দুর্নীতিবাজ বলেও আখ্যা দেন।

 

সুদান গুরুং বলেন, তারা যদি এই ধরনের রাজনীতিই চায় তাহলে আমরা পরবর্তী নির্বাচনে লড়ব এবং পিছু হটব না।

 

তার দল দেশ শাসনের জন্য প্রস্তুত বলেও মনে করেন এই জেন-জি আন্দোলনের নেতা। ইতোমধ্যে স্বেচ্ছাসেবকরা দেশজুড়ে কমিটি গঠন শুরু করেছে। তিনি বলেন, তার দল নেপালের প্রত্যোকটি মানুষের কথা শোনার জন্য কাজ করছে।

 

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এর কারণ হিসেবে গুরুং বলেন, যদি আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ি, তবে তারুণ্যের সেই শক্তি পাবো না। এক সঙ্গে আমরা শক্তিশালী।

 

আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুরোনো রাজনৈতিক নেতাদের দেখতে চান না বলেও মন্তব্য করেন গুরুং। দুর্নীতিবাজ ও মানুষ হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানান তিনি।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *