ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরী অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়েকে (১৫) গত ১০ অক্টোবর অপরহণ করেন একই এলাকার দানা মিয়ার ছেলে দিলোয়ার মিয়া (২২)। এ বিষয়ে মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার থেকে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত দিলোয়ারকে গ্রেপ্তার করে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, দিলোয়ারের সঙ্গে কিশোরীর পূর্বপরিচয় ছিল। তাদের বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে হয়নি।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা সাখাওয়াত বলেন, অভিযোগের প্রেক্ষিতে সুনামগঞ্জ শহরে যাওয়ার সময় অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি এবং মেয়েকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

