ডায়াল সিলেট ডেস্ক :: গৌতম আদানিকে টপকে ফের ধনীর তালিকায় শীর্ষে পৌঁছলেন ভারতের অন্যতম ধনকুবের রিলায়ান্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি। আর এতেই ছিটকে দ্বিতীয় অবস্থানে চলে গেলেন আদানি গ্রুপের কর্ণধর।

 

 

কয়েকমাস আগেই শতশত কোটি রুপি খরচ করে ছেলের বিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন মুকেশ আম্বানি। তবে এতো খরচা আর জাঁকজমকপূর্ণ বিয়ের পরও মুকেশের সম্পদ ভান্ডারে বিন্দু পরিমাণ আঁচ লাগেনি। বরং হুহু করে বেড়ে আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

 

 

বুধবার (১ অক্টোবর) M3M হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা ২০২৫ প্রকাশ করা হয়। এতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

তালিকা অনুযায়ী, আম্বানি পরিবার সাড়ে ৯ লক্ষ কোটি রুপি সম্পদ ধরে রেখে আবারও ফিরে পেয়েছেন শীর্ষ ধনীর তকমা। আর আদানির সম্পদ রয়েছে ৮ লক্ষ কোটির কিছু বেশি।

 

 

২০২৪ সালে আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম আদানি। সেসময় তিনি তার মোট সম্পদ ১১.৬ লক্ষ কোটি থাকার কথা জানিয়েছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *