ডায়াল সিলেট ডেস্ক :: উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং নজরকাড়া ফিল্ডিংয়ের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। ফলে নিগার সুলতানা ও নাহিদা আক্তারদের দল মাত্র ১২৯ রানের ছোট লক্ষ্য পেয়েছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান মাত্র ৩৮ ওভারে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে ছয়জন বোলারই কমপক্ষে একটি করে উইকেট শিকার করেন।
পেসার মারুফা আক্তার ম্যাচের প্রথম ওভারেই পরপর দুটি চমৎকার ডেলিভারিতে ওমাইমা সোহেল এবং দুর্দান্ত ফর্মে থাকা সিদরা আমিনকে বোল্ড করে পাকিস্তানকে জোড়া ধাক্কা দেন এবং ম্যাচের সুর বেঁধে দেন। ২০২৫ সালে ওয়ানডেতে ৮৬.৩৩ ব্যাটিং গড় নিয়ে খেলা সিদরা আমিন প্রায় সাড়ে ছয় বছর পর শূন্য রানে আউট হন এবং প্রথমবার প্রথম বলেই বিদায় নেন।
তবে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, যিনি ৩.৩ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় পাকিস্তানের শেষ তিনটি উইকেট তুলে নেন। পেসার মারুফা এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও নিয়ন্ত্রিত বোলিং করে দুটি করে উইকেট লাভ করেন।