ডায়াল সিলেট ডেস্ক:-
সুনামগঞ্জের দিরাইয়ে রোজা অবমাননার অভিযোগে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বাদ যোহর উপজেলার সর্বস্তরের জনতা দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে থানা পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিলটি এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী। সঞ্চালনা করেন দিরাই জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরী।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অশোক তালুকদার, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়ছর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রোজা ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ফরজ বিধান। এ ফরজ বিধানকে অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই দ্রুততম সময়ে অভিযুক্ত শিশির মনিরকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় দিরাইয়ের সর্বস্তরের জনতা উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত শারদীয় দুর্গোৎসবের নবমীতে একটি পূজা মণ্ডপে গিয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “অসাম্প্রদায়িক বাঙালি চেতনার রোজা-পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ।” এই মন্তব্যের পর থেকেই স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।