ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে গ্রেফতার হওয়া যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনের জামিন আদালত নামঞ্জুর করেছে।
সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। কয়ছরের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন। এরপর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন।
প্রসঙ্গত, রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পুলিশ বাগবাড়ি এলাকায় কয়ছরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কয়ছর বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
জানা গেছে, কয়ছরের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় রাখা হয়েছিল এবং সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়।