ডায়াল সিলেট ডেস্ক:-
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত দুইটার দিকে উপজেলার সাচনা বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে জামালগঞ্জ থানায় দায়ের করা মামলায় তদন্তে ইকবাল আল আজাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ ছাড়া দ্রুত বিচার আইনে দায়ের করা আরেকটি মামলায় তিনি সিআইডির চার্জশিটভুক্ত আসামি বলেও জানান ওসি।
তিনি আরও বলেন, “গ্রেফতার ইকবাল আল আজাদকে মঙ্গলবার বিকেলের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।”