ডায়াল সিলেট ডেস্ক:-

মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক স্থানে বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও সিগারেট জব্দ করেছে। 

সোমবার (৬ অক্টোবর) মধ্যরাতে এ তথ্যটি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

সেনাবাহিনীর মৌলভীবাজার অস্থায়ী ক্যাম্প জানতে পারে যে দুর্লভপুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও সিগারেট মজুত রয়েছে।

ওই সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান ও সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের মৌলভীবাজার অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন শোহোরাব হোসেন, ১৫ ফিন্ড রেজিমেন্ট আর্টিলারির সহযোগিতায় বিজিবি এবং সেনাবাহিনীর বিশেষ টহল দল দুর্লভপুর এলাকায় আকস্মিক যৌথ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস যেমন – নিভিয়া বডি লোশন, স্ক্রিন সানরাইজ ক্রিম, স্ক্রিন ব্রাইট ক্রিমসহ মন্ড, ওরিস ও প্যাটরন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি এক লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। এ অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যৌথ অভিযান ছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর বিওপি সীমান্ত এলাকায় দু’টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ১২.৫ কেজি গাঁজা ও আতশবাজি আটক করে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৯০ টাকা।

এর পাশাপাশি ৫৫ বিজিবির সিন্দুরখান বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ ঘনফুট একাশি কাঠ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

এসব অভিযান সম্পর্কে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এবার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *