ডায়াল সিলেট ডেস্ক:-

বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি গুরুত্বপূর্ণ দিন। অন্তর্বর্তীকালীন সরকার ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আপাতত এই দুই দিবসে কোনো সরকারি ছুটি থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের অবদানকে উদযাপন করার জন্য একটি নতুন ক্যালেন্ডার প্রণয়নের কাজ চলছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবেও ৭ অক্টোবর (আবরার ফাহাদ দিবস) এবং ২৫ ফেব্রুয়ারি (বিডিআর ম্যাসাকার দিবস) অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই দিন এখন থেকে জাতীয়ভাবে বিশেষভাবে পালিত হবে। তবে সরকারি ছুটি ঘোষণার বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *