ডায়াল সিলেট ডেস্ক:-
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাবের অভিযানে তাদের আটক করা হয় ।
আটকরা হলেন—চট্টগ্রামের ছলিমপুর গ্রামের মৃত আব্দুশ শক্কুরের ছেলে সাইফুল আলম (৪৮) এবং লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম করইতলা গ্রামের রুহুল আমিনের ছেলে রুবেল হোসেন (৩০)।
শনিবার (১১ অক্টোবর) ভোরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন—ঢাকা থেকে একটি ট্রাকে করে কিছু মাদক ব্যবসায়ী সিলেটগামী পথে গাঁজা পাচার করছে। পরবর্তীতে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে ওই ট্রাকটি চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করেন।
তল্লাশিতে ট্রাকের বডির ভেতরে সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় খাকি স্কচ টেপে মোড়ানো ১১ প্যাকেটে মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।