ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার এসআই সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমেদ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ ওই শিক্ষার্থীকে রাত ১০ টার দিকে মেয়েটির নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে নানাভাব৷ ভয়ভীতি দেখায়।
এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার দিবাগত রাতে ধর্ষিত শিক্ষার্থীর মা দিলারা বেগম গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৯/২৮৪
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে জুনেদকে গোয়াইনঘাট থানা পুলিশ আদালতে প্রেরেণ করলে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে এবং ধর্ষিত শিক্ষার্থীকে ওসিসির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।