ডায়াল সিলেট  ডেস্ক:-

জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

সংবাদ সম্মেলনে  দলের মুখপত্র শরিফ উসমান হাদি ৫ দফা দাবি উত্থাপন করেন। এতে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারেরও দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলন শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত হয় এবং সেখানেই এই ৫ দফা দাবি উত্থাপিত হয়।

উত্তোলিত ৫ দফা দাবি:
১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
২. গুম-খুনে সরাসরি ভারতের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
৩. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমসহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
৫. ক্যান্টনমেন্ট থেকে ‘সেফ এক্সিট’ পাওয়া ৬২৬ জনসহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এই দাবিগুলো শুধু ন্যায়বিচারের তাগিদ নয়, এটি দেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক দায়বদ্ধতা রক্ষার পদক্ষেপ হিসেবেও গুরুত্বপূর্ণ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *