ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (এসএমইউ)-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে জমির কাগজপত্র তুলে দেন।

বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী উক্ত জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের হাতে হস্তান্তর করা হয়।

জমি হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই জমি হস্তান্তরের মাধ্যমে স্থায়ী অবকাঠামো নির্মাণের পথ সুগম হলো। উচ্চমানের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় উত্তর-পূর্বাঞ্চলীয় জনপদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এ অঞ্চলে চিকিৎসা শিক্ষায় এক নতুন যুগের সূচনা করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *