ডায়াল সিলেট ডেস্ক:-

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে ২৯ দিন ধরে মসজিদটিতে ইমামশূন্য থাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে চরম বিঘ্ন ঘটছে এবং ২০ শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও থাকা-খাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্থল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হেফজখানার বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করে দেন। এর জেরে ইমাম হাসান আলী ভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। এতে ধর্মীয় শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কিছু লোক সম্প্রতি আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান জুগলু দেশে এলে তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করায় তিনি ছুটি শেষ না করেই আমেরিকায় চলে যান। এই প্রবাসী ধর্মপ্রাণ ব্যক্তিই মাদ্রাসা ও মসজিদের ইমামের বেতন, শিক্ষার্থীদের থাকা-খাওয়া ও সব উন্নয়নের আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমাম হাসান আলী মোবাইলে সাংবাদিকদের চাঁদা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ১৪ সেপ্টেম্বর রাতে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আমি আত্মভয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে এসেছি।’

প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকা আল আমিন দ্রুত মাদ্রাসাটি চালু করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় সচেতন মহল চাঁদার দাবিতে এমন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘটনাকে মানবিকতার পরিপন্থি ও দুঃখজনক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *