ডায়াল সিলেট ডেস্ক:-
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার । (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। এই উপলক্ষে শিক্ষার্থীরা ফল জানতে পারবে তিনটি পদ্ধতিতে—অনলাইন, এসএমএস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একই সময়ে প্রকাশিত হবে।
সিলেট বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজারের বেশি
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর বোর্ডটির অধীনে ৬৯ হাজার ৯৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬ জন মেয়ে। গত বছর এ সংখ্যা ছিল ৮৩ হাজার ১৬৫ জন। অর্থাৎ, এ বছর পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪ জন।
সিলেট বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। বিষয়ভিত্তিক বিভাজনে দেখা গেছে—
বিজ্ঞান বিভাগ: ১২ হাজার ৯৮০ জন
মানবিক বিভাগ: ৪৭ হাজার ৭২৩ জন
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৯ হাজার ২২৮ জন
জেলার ভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যা
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী সিলেট বিভাগের চার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ:
সিলেট জেলা: ৩১,১৬১ জন (ছেলে: ১৩,২৫১, মেয়ে: ১৭,৯১০)
সুনামগঞ্জ জেলা: ১২,৭২৮ জন (ছেলে: ৪,৯০৩, মেয়ে: ৭,৩৭৯)
মৌলভীবাজার জেলা: ১৪,২০৯ জন (ছেলে: ৫,৩২৭, মেয়ে: ৮,৮৮২)
হবিগঞ্জ জেলা: ১১,৮৩৩ জন (ছেলে: ৪,৫৩৪, মেয়ে: ৭,২৯৯)
ফল জানার পদ্ধতি
শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবে:
অনলাইন:
ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
এখানে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এসএমএস:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
HSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল<স্পেস>সাল
উদাহরণ: HSC SYL 123456 2025
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
শিক্ষা প্রতিষ্ঠান:
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা চাইলে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে:
???? https://rescrutiny.eduboardresults.gov.bd
বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।
সারাদেশে পরীক্ষার্থীর পরিসংখ্যান
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ফলে এখন সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থী অপেক্ষা করছে ফলাফলের জন্য।
ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

