ডায়াল সেলেট ডেস্ক:-
সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযানে ‘ডাকাত সর্দার’ মোল্লা ফজলু (৪৫) কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
মঙ্গলবার(১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোল্লা ফজলু ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের আকমল আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় তিনটি ডাকাতি ও ছিনতাইয়ের মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোল্লা ফজলুকে গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করে জানান, আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানের মাধ্যমে এলাকাবাসী নিরাপত্তার ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে বলে মনে করা হচ্ছে।

