সিলেট বিভাগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (১৯ অক্টোবর) বিএনপির গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী। তিনি জানান, এটি দলের একটি অভ্যন্তরীণ বৈঠক, যেখানে সিলেট বিভাগের সব আসনের মনোনয়নপ্রত্যাশী নেতারা অংশ নেবেন।
সূত্র জানায়, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের জন্য বিএনপিতে মনোনয়ন প্রত্যাশা করছেন কমপক্ষে ১০০ জন নেতা। বিশেষ করে, কিছু আসনে একাধিক প্রার্থী ইতোমধ্যে মাঠে সরব রয়েছেন এবং তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বিএনপি সূত্র আরও জানায়, দলের প্রার্থী নির্ধারণে প্রাথমিক খসড়া তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের ৯টি বিভাগ ভাগ করে দলীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে প্রার্থীদের সঙ্গে আলোচনা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির আরও তিন সদস্য—নজরুল ইসলাম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সালাহ উদ্দিন আহমেদ।
বিভাগভিত্তিক দায়িত্ব বণ্টন অনুযায়ী:
তারেক রহমান: ঢাকা ও চট্টগ্রাম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সিলেট ও খুলনা
নজরুল ইসলাম খান: রাজশাহী ও রংপুর
ডা. জাহিদ হোসেন: কুমিল্লা ও বরিশাল
সালাহ উদ্দিন আহমেদ: ময়মনসিংহ
তাদের প্রত্যেকেই সংশ্লিষ্ট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা করে তালিকা চূড়ান্ত করার কাজ করছেন। দলের পক্ষ থেকে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে—প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন, এবং অন্যদের স্থানীয় সরকার নির্বাচন বা দলীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে, দলের দীর্ঘদিনের রাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বিদ্রোহী প্রার্থিতা রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মনোনয়নপ্রক্রিয়া সুষ্ঠু ও ঐক্যবদ্ধ রাখতেই প্রয়োজনে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

