ডায়াল সিলেট ডেস্ক:-
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, তবে সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল আরও নিম্নমুখী—এবার পাসের হার মাত্র ৫১ দশমিক ৮৬ শতাংশ। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭০ শতাংশের কাছাকাছি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইনে ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
সিলেট বিভাগে খারাপ ফল, হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে প্রায় ৩৬ হাজার ১৪৫ জন। বোর্ডের অধীন চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের প্রায় সব ক’টিতেই ফলাফল গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ইংরেজি ও গণিতে অধিকসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফল খারাপ হয়েছে। তাছাড়া অনেক কলেজে উপস্থিতির হারও কম ছিল।
কোন জেলায় কেমন ফল
অভ্যন্তরীণ পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলার কয়েকটি নামী কলেজ যেমন সিলেট সরকারি কলেজ, মুরারিচাঁদ কলেজ (এমসি), ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কলেজে পাসের হার তুলনামূলক ভালো। তবে সুনামগঞ্জ জেলায় পাসের হার নেমে এসেছে ৪৭ শতাংশে, যা সিলেট বোর্ডের মধ্যে সবচেয়ে কম।
মৌলভীবাজার ও হবিগঞ্জে গড় পাসের হার যথাক্রমে ৫২ ও ৫০ শতাংশের কাছাকাছি বলে জানা গেছে।
মেয়েদের ফল ভালো
বোর্ডের পরিসংখ্যান বলছে, এবারও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করেছে। ছাত্রীদের গড় পাসের হার ৫৪ শতাংশ, আর ছাত্রদের ৪৯ শতাংশ। সিলেট শহর ও আশপাশের মেয়েদের কলেজগুলোতে বেশ কয়েকজন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।
সারাদেশের চিত্র
এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
প্রধান বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬৪.৬২ শতাংশ এবং সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে ৪৮.৮৬ শতাংশ।
অন্যান্য বোর্ডের পাসের হার হলো—রাজশাহী ৫৯.৪০, চট্টগ্রাম ৫২.৫৭, যশোর ৫০.২০, দিনাজপুর ৫৭.৪৯, বরিশাল ৬২.৫৭ এবং ময়মনসিংহ ৫১.৫৪ শতাংশ।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন। অনলাইন ঠিকানা: **www.educationboardresults.gov.bd**।
এ ছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে লিখতে হবে—
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।

