ডায়া্ল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশি অমানবিক আচরণের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান কর্তৃক সোনিয়া আক্তার নামে এক নারীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ অক্টোবর) গাজীপুর গ্রামে আদালতের উদ্ধার কার্যক্রমের জন্য পুলিশ পৌঁছালে বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে ভিডিও ধারণের চেষ্টা করলে এসআই মিজান তার কানে থাপ্পড় দেন। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করেন।
ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। কেউ অনুমতিবিহীন ভিডিও ধারণের সমালোচনা করেন, আবার কেউ পুলিশ কর্মকর্তার আচরণকে অপেশাদার মনে করছেন।
এসআই মিজানুর রহমান অভিযোগ করেছেন, তাদের ওপর হামলা করা হয়েছে এবং সেই বিষয়ে মামলা চলছে। ভুক্তভোগী সোনিয়া আক্তার দাবি করেছেন, তাকে কেবল থাপ্পড় দেওয়া হয়নি, রক্তাক্তও করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পুলিশের ওপর হামলার বিষয়টি ঘটেছে, তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

