ডায়াল সিলেট ডেস্ক:-
Thank you for reading this post, don't forget to subscribe!সাংবিধানিক আইন ও নির্বাচনী বিধিমালার বাইরে গিয়ে প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় হয়। শাপলা প্রতীক সেই তালিকায় না থাকায় বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।”
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সব বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা যায়। অতীতের মতো আর কোনো বিতর্কিত নির্বাচন হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে।”
এ সময় বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখার বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

