২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীর লাক্কাতুরা চা-বাগান থেকে চোলাই মদসহ এক যুবক আটক

সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে  ১০২ লিটার চোলাই মদসহ এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ।

শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম সমন্ত ভূমি (৩৫)। তিনি এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান (মাজ লাইন) এলাকার মৃত রুমেধের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });