ডায়াল সিলেট ডেস্ক;-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ লাঠিসোটা সংঘর্ষ ঘটেছে। রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর পুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে নারী ও পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, আব্দুল মতলিব ও কাদির মিয়া চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিবের জমিতে প্রবাহিত হওয়ায় তিনি তা বন্ধ করেন। এ নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়, পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), রীনা বেগম (৫০), রংফুল বিবি (৬০), আব্দুল মতলিব (৭০) প্রমুখ।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোঃ কামরুজ্জামান জানান, “বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *