২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনীতি
যুবদলের কৌশল বৈঠক

আরিফুল হকের প্রচারণা গতিশীল করতে জেলা যুবদলের কৌশলগত বৈঠক

আরিফুল হকের প্রচারণা গতিশীল করতে জেলা যুবদলের কৌশলগত বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় আরিফুল হক চৌধুরীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট–৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বৈঠকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ–সভাপতি সাহেদ আহমদ চমন ও জুবায়ের আহমদ, প্রথম সহ–সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুলু, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

এ ছাড়াও জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বৈঠকে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, পূর্বের সরকার জনগণের ভোটাধিকার ব্যাহত করেছিল এবং সিলেট–৪ এলাকার উন্নয়ন কর্মসূচি কার্যত স্থবির হয়ে যায়। তারা বলেন, জনগণ এখন একটি অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। সিলেট-৪ আসনের বাসিন্দারা পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী দেখতে চান।

নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে যুবদল হবে মাঠের সবচেয়ে সক্রিয় শক্তি। ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি, সংগঠনের শক্তি সুসংহত করা এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নির্বাচনী কাজ ত্বরান্বিত করার মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট-৪ আসনে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় শুরু হবে—এই প্রত্যাশায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });