
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়ার পরিকল্পনা পিছিয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ ও তাঁর শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে আগামী রোববার তাঁকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
বিএনপির মিডিয়া সেল শুক্রবার সকাল ১০টায় তাদের যাচাইকৃত ফেসবুক পেজে জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকা পৌঁছাতে পারেনি। এ কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণের উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ৭ তারিখে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’
ইতোমধ্যে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল। আজই তাঁকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও ফ্লাইট বিলম্বে সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মির্জা ফখরুল জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে—না ভালো না খারাপ, স্থিতিশীল।’ এদিকে চিকিৎসার প্রয়োজনে শাশুড়ির সঙ্গে থাকতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন।
১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে তিনি প্রায় চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন এবং দেশে ফিরেও বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।