২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ ডিসেম্বর থেকে যে সংকটে পড়তে যাচ্ছে সুনামগঞ্জ জেলা হাসপাতাল

এক বা দুই বছর নয়—পুরো সাত বছরের বিদ্যুৎ বিল এখনো পরিশোধ হয়নি সুনামগঞ্জ জেলা হাসপাতালের। বকেয়ার পরিমাণও কম নয়; প্রায় অর্ধকোটি টাকার কাছাকাছি দাঁড়িয়েছে এ পাওনা।

এই পরিস্থিতিতে হাওরাঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত জেলার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি আগামী ৯ ডিসেম্বর থেকে মারাত্মক সংকটে পড়তে যাচ্ছে। বকেয়া বিল পরিশোধ না হলে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ ইতোমধ্যে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ।

নোটিশে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে ২০২4 সালের ডিসেম্বর পর্যন্ত বারবার নোটিশ দেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া মেটাতে কার্যকর উদ্যোগ নেয়নি। এ সময়ের মধ্যে মোট ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকার বিল জমা হয়েছে।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাসপাতালকে বিল পরিশোধের শেষ নোটিশ পাঠানো হয়। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে পাওনা না দিলে ৯ ডিসেম্বর সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানানো হয়।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান জানান, বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। অ্যাকাউন্টস শাখার সঙ্গে কথা হয়েছে, তারা অর্থ ছাড়লেই বিল প্রদান করা হবে।

`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });