দোয়ারাবাজারে ফেসবুকে কু*রু*চি*পূর্ণ মন্তব্য করায় শিক্ষকের বি রু দ্ধে মানববন্ধনসুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রাথমিকের এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বিদ্যালয় এডহক কমিটির সদস্য মোশাররফ হোসেন নজরুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের পরিচালনায় এতে অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার সর্বস্তরের জনগণ।
এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন, এমদাদুল হক, রইছ মিয়া, শাহিদ মড়ল, সাইফুল ইসলাম চৌধুরি, হাজী আব্দুল মতিন, আব্দুল মালেক, মুসলেম উদ্দিন, শাকিল, আমজাদ হোসেন বাবুল, শাহ আলম, ইকবাল, নাজমুল, মোফাজ্জল হাসান, হযরত আলী, হিরন মিয়া, আবুল কাশেম প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সকল সর্বস্তরের মানুষ। তদস্থলে শিক্ষক আমির হোসেন উল্টো তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এহেন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শিক্ষকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করেছেন। তার এহেন মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তাই সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান বক্তারা। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানের কথাও জানিয়েছেন এলাকাবাসী।