৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হিরো আলমের

ডায়ালসিলেট ডেস্ক :: এবার আমজনতার রাজনৈতিক দলে যোগদান করলেন সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম । তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

রবিবার সন্ধ্যায় হিরো আলম বিভিন্ন সংবাদমাধ্যমে বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম।

এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি। তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

 

দলের প্রধান মো. তারেক রহমান বলেন, ট্রল হবে জেনেও ঝুঁকি নিয়েছি।

মো. তারেক রহমান বলেন, ‘হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা হয়। তিনি ফানি ভিডিও বানান, অন্য রকম সুরে গান করেন। কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন।’ তিনি হিরো আলমের হাতে দলের প্রতীক প্রজাপতি সম্বলিত স্মারক উপহার তুলে দেন।

 

 

হিরো আলম বলেন, ‘আমি চারবার নির্বাচন করেছি, চারবারই মার খেয়েছি। আবারও নির্বাচনে অংশ নিচ্ছি, আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।’ নির্বাচনের পর এই দলে থাকবেন কি না এমন প্রশ্নে আলম বলেন, ‘যেহেতু একটা দলে যোগ দিয়েছি, দলে থাকতে চাই।

 

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });