ডায়ালসিলেট ডেস্ক::হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আলী হোসেন ( ১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার পুর্ব ইটাখোলা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার হরষ পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জএর নেতৃত্বে পুলিশের একটি দল গোয়াসনগর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি ভারতীয় গাঁজা সহ আটক করে। ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

